ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: কোর্টে ফের অনুব্রতর জামিনের আর্জি খারিজ

রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় তখন নতুনভাবে সেই শোরগোলের মাঝেই অস্বস্তি বাড়ালো তৃনমূলের বীরভূমের দাপুটে নেতা তথা একদা ‘বীরভূমের বাঘ’ বলে খ্যাত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ফের একবার কেষ্ট মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দিলো আদালত।

ED তল্লাশি নিয়ে বিস্ফোরক মন্তব্য 

গত বছর থেকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন শাসকদলের একাধিক নেতা মন্ত্রী। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, পুর নিয়োগ দুর্নীতি ও বর্তমানে রেশন বন্টন দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্যে। তবে এখানেই শেষ নয়, গরু পাচার মামলার দায়ে বর্তমানে বাংলার সীমানা ছাড়িয়ে দিল্লির তিহাড়ে বন্দি রয়েছেন অনুব্রত। মঙ্গলবার গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত তথা কেষ্ট মণ্ডল, তার কন্যা সুকন্যা মণ্ডল, কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন সহ তিহাড়ে থাকা গরু পাচার মামলায় যুক্ত বাকি অভিযুক্তদের ২৯ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউজ এভিনিউ কোর্ট।

সূত্রের খবর, এদিন শুনানির সময় নিজের আইনজীবীদের শারীরিক অসুস্থতার কথা জানান অনুব্রত। তিনি বলেন, তার ডান পায়ে ব্যাথা, পা ক্রমশ সরু হয়ে যাচ্ছে।  তার হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে। ফলে অন্যান্য দিনের মতো এদিনও শুনানিতে হুইলচেয়ারে আদালতে পৌঁছান ‘বীরভূমের বাঘ’। শুধু কেষ্টই অসুস্থ নয়, অসুস্থ কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হুসেনও। সূত্রের খবর, জেল হেফাজতে থাকাকালীন হাতে আঘাত পেয়েছেন সায়গল। তাই হাতে ব্যান্ডেজ বেঁধেই কোর্টরুমে আসেন তিনি।

এদিন আদালতে হাজির ছিলেন অনুব্রতর হিসাবরক্ষক মনীশ কোঠারিও। জানা যাচ্ছে এদিন আদালতে গরু পাচার মামলায় সদ্য জামিনপ্রাপ্ত মনীশের সাথে কথা বলতে চান অনুব্রত। কিন্তু তার সাথে কথা বলতে অস্বীকার করেন কোঠারি। সবমিলিয়ে চরম দুর্ভোগের মুখোমুখি বাংলার কেষ্ট। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর