ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: কেষ্টপুরে মহিলা সেজে চুরি | ধৃত পরিচারক
কেষ্টপুরে রবীন্দ্রপল্লিতে দুঃসাহসিক চুরির কিনারা। সন্দেহের তালিকায় ছিল বাড়ির পরিচারক। জেরায় অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। রবীন্দ্রপল্লি এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে মহিলার বেশে গেটের তালা ভেঙ্গে আলমারি থেকে নগদ আড়াই লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর। এই মর্মে ২৭ তারিখ রাতে বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
কলকাতা লিগ জিতে অভিনব উৎসব মোহামেডানের
ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান ছিল, বাড়ির পরিচিত কেউ এই চুরি করেছে। বাড়ির কোথায় কী আছে, সে সম্পর্কে এতটাও অবগত থাকবে না দুষ্কৃতী। চুরির সময়ে বাড়িতে একমাত্র এক বৃদ্ধা ছিলেন। বৃদ্ধা জানান, পরিচারক মোবাইলের সরঞ্জাম কেনার নাম করে দোকানে যান। সে সময় মহিলার বেশে এক জন ঘরে ঢুকে আলমারি খুলে সব নিয়ে যায়।
পুলিশের সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার বাড়ির পরিচারককে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। জেরায় পরিচারক পুলিশকে জানায়, মহিলার বেশে তিনিই চুরি করে সেই পোশাক ডাস্টবিনে ফেলে দেয়। শুক্রবার চুরি যাওয়া সামগ্রী বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে পুলিশ। বিধাননগর পুলিশের ডিসি এয়ারপোর্ট ঐশ্বরিয়া সাগর জানান, “উদ্ধার হওয়া হীরে, সোনা ও রূপোর গহনার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। এছাড়াও বাড়ি থেকে চুরি হওয়া ৮০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে”। ইভিএম নিউজ