অরূপ পাল, ২১ ফেব্রুয়ারিঃ কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে জয় এক ধাক্কায় অনেকটাই চাপ মুক্ত করেছে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো কে। আগের কয়েক টা ম্যাচে দলের জঘন্য পারফরম্যান্স অনেকটা কোনঠাসা হয়ে পড়েছিলেন বাগান কোচ। এহেন পরিস্থিতিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে মোহনবাগানের জয় টা অনেকখানি অক্সিজেন জুগিয়েছে ফেরেন্দো কে। শুধু জয়ের সরণিতে ফেরা নয়, কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে জয়ের সুবাদে নিশ্চিত হয়েছে নক আউট পর্বে খেলার ছাড়পত্র। তবে এবার কেরালা ব্লাস্টারস ম্যাচ অতীত বাগান কোচের কাছে। তাঁর ভাবনায় এখন শুধুই শনিবার ইমামী ইস্টবেঙ্গল ম্যাচ।

আই এস এল টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুই প্রধান মুখোমুখি হয়েছে পাঁচ বার। আর পাঁচ বার ই জয় পেয়েছে মোহনবাগান। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া মোহনবাগানের স্প্যানিস কোচ। কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে জোড়া গোল করেছেন কার্ল ম্যাকহিউ। তাঁর ফুটবল জীবনে এটাই প্রথম জোড়া গোল করেছেন আইরিশ মিডফিল্ডার। বড় ম্যাচে কার্ড সমস্যার জন্য নেই ব্রেন্ডন হামিদ। এক ই সঙ্গে হুগো বুমোসের খেলা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশায় রাখছেন মোহন কোচ। নক আউট পর্বে খেলা নিশ্চিত হলেও ইস্টবেঙ্গল ম্যাচ টা যে খুব একটা সহজ হবে না তা বেশ ভালো ভাবেই জানেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। তাই বড় ম্যাচ খেলতে নামার আগে বেশ সর্তক তিনি।‌শেষ সাতটি বড় ম্যাচে জয় কিছুটা হলেও বাড়তি আত্মবিশ্বাস বাড়িয়েছে হুয়ান ফেরান্দো কে।‌ এখন দেখার অষ্টম বড় ম্যাচেও মোহনবাগান জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর