ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: কেন ট্রেনের শেষ বগিতে থাকে 'X' চিহ্ন? কি এর তাৎপর্য?

আমরা যারা ট্রেনে করে যাত্রা করি তাদের অনেকেই দেখেছি যে ট্রেনের একেবারে শেষ বগির পিছনে ইংরেজি হরফের ‘এক্স’ অক্ষরটি লেখা থাকে। কিন্তু কেন থাকে এই ‘এক্স’ চিহ্ন? এর পেছনে রয়েছে কী রহস্য?
তিরুপতি বালাজির দর্শনে যেতে হবে না অন্ধ্রপ্রদেশ! আপনার রাজ্যেই বালাজি মন্দির

ট্রেনের একেবারে শেষ বগির পিছনে ইংরেজি হরফের ‘এক্স’ অক্ষরটি লেখা থাকার পেছনে বিভিন্ন মানুষের বিভিন্ন যুক্তি রয়েছে। অনেকেই এই সম্পর্কে কিছু না কিছু জানেন। তবে এবার মানুষের বিভ্রান্তি দূর করতে ভারতীয় রেল নিজেই এই চিহ্নের ব্যাখ্যা দিয়েছে। 

কেন রাখা হয় ওই ‘এক্স’ চিহ্নটি? এই প্রসঙ্গে রেলমন্ত্রক একটি টুইট করে জানিয়েছে। হলুদ রং দিয়ে আঁকা ওই ‘এক্স’ অক্ষরটি আসলে এটাই বোঝায় যে, কোনও বগিকে পিছনে ছেড়ে চলে যায়নি ট্রেনটি। অর্থাৎ ট্রেনের সব কটি কামরাই সঠিক ভাবে ট্রেনের সঙ্গে আছে। আর ‘এক্স’ চিহ্ন দেওয়া বগিটিই ওই ট্রেনটির শেষ বগি। আর ওই চিহ্নের জন্যই আধিকারিকরা নিশ্চিত হন যে, সব ক’টি বগিকে নিয়েই ট্রেনটি স্টেশন ছেড়েছে। অনেক সময় ট্রেনের শেষ বগির পিছনে ইংরেজি হরফে ‘এলভি’ লেখা থাকে। যার পুরো অর্থ হল ‘লাস্ট ভেহিকল’। রেল মন্ত্রকের তরফে এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ওই পোস্টটি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর