শীতের ইনিংস শেষের মুখে। চলতি শীতের মরশুম অনেকটাই কৃপণতা দেখিয়ে গেল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শীতপ্রেমীদের মন ভারাক্রান্ত হবে। কারণ শীতের মেয়াদ আর মাত্র নাকি ৪ দিন। অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকেই শীতের যাই যাই পর্ব শুরু হয়ে যাবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ জানুয়ারি পর্যন্ত পারদ তুলনামূলকভাবে কমবে। তবে রবিবার ২২ জানুয়ারি থেকে পারদ চড়া শুরু হবে। বুধবার ও আগামিকাল দুপুরের দিকে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি জানিয়েছে আলিপুর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর