ইভিএম নিউজ ব্যুরোঃ  একটা মিউজিক ভিডিও, আরেকটা স্বল্পদৈর্ঘ্যের সিনেমা। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে, প্রথমে ইডির হেফাজতে এবং সেখান থেকে সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশে জেলবন্দী হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। আর তাকে জেরা করে শিক্ষক নিয়োগের বেআইনি টাকার হিসাব সংক্রান্ত এই ছোট্ট দুটি নথি আদালতে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থনৈতিক অপরাধ দমন শাখার গোয়েন্দারা। আর মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে কুন্তলের অর্থলগ্নির তথ্য থেকেই আরও বড় রকমের অপরাধের ইঙ্গিত পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী।
নিয়োগ দুর্নীতি-কান্ডে গত মাসেই গ্রেফতার করা হয়েছিল হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে । চোদ্দ দিন ইডি হেফাজতে থাকার পর প্রথমে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। এর পর গতকাল তাকে আদালতে পেশ করেন ইডি আধিকারিকেরা । সেখানে কুন্তল বিচারকের কাছে নিজের জামিনের আর্জি জানান। তাঁর আবেদন, ‘ আমি কিছু বলতে চাই । আমি সর্বত্র ভাবে ইডিকে সাহায্য করেছি । আমার কাছে কিছু পায়নি ইডি। কেন্দ্রীয় সংস্থা বলতে বাধ্য হয়েছে আমার কাছে কিছু নেই ।আমার বাড়িতে বৃদ্ধা মা আছেন ,আমার ৫ বছরের ছেলে ৪ বছরের মেয়ে আছে। আমাকে হুজুর জামিন দেওয়া হোক।’ কিন্তু আদলত তাঁর আবেদন খারিজ করার পাশাপাশি আগামী ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন আদলতকে দেওয়া ইডির চিঠিতে উল্লেখ রয়েছে , বেআইনি ভাবে উপার্জিত টাকা কুন্তল বিনিয়োগ করেছে টলিউডে । শর্ট ফিল্ম সহ বিভিন্ন বাংলা গান রেকর্ডিং এর কাজে ব্যবহৃত হয়েছে এই টাকা।
প্রসঙ্গত, জেরার মুখে কুন্তল আগেই স্বীকার করেছেন যে নিয়োগ- দুর্নীতি কান্ডে ১৯ কোটি টাকা তিনি পৌঁছে দিয়েছিলেন প্রভাবশালীদের কাছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ফরেন্সিক মেথড ব্যবহার করে তদন্ত করছেন ইডি আধিকারিকেরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর