কিছু

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: ‘কিছু বলার নেই’ CGO থেকে বেরোনোর সময় মন্তব্য

রেশন দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি মামলাতেও তৎপর ইডি আধিকারিকরা। গতকালের পর ফের আজ সল্টলেকের CGO COMPLEX-এর ইডি দফতরে হাজিরা দিলেন IAS অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। একাধিক নথি নিয়ে তিনি CGO COMPLEX-এ হাজিরা দেন।

ফের CGO-তে IAS অফিসার জ্যোতিষ্মান 

ইতিমধ্যেই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এরপর আজ ফের ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। সোমবার একাধিক নথি নিয়ে সেখানে হাজিরা দেন তিনি।

তবে CGO কমপ্লেক্সে ঢোকার সময়ের থেকে ৭ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোন জ্যোতিষ্মান। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “কিছু বলার নেই।”

কিন্তু তিনি কিছু না বললেও সোমবার দুই দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে। দুই দফায় প্রায় ৭ ঘণ্টা ইডির প্রশ্নের মুখে পড়েন তিনি। অয়ন শীল সম্পর্কিত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। এদিন সিজিও থেকে বেরোনোর সময় অয়ন শীলকে চেনার বিষয়ে প্রশ্ন করলে, তিনি ঘাড় নেড়ে জানান চেনেন ‘না’। ইভিএম নিউজ




		

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর