ইভিএম নিউজ ব্যুরোঃক্ষমতায় থাকার সুযোগে, ইভিএম আর ব্যালটকে নিজেদের জয়ের স্বার্থে ব্যবহার করতে চায় শাসকদল। কেন্দ্র তথা রাজ্যগুলির বিরোধীদলের অভিযোগটা দীর্ঘদিনের। এই অভিযোগের নিষ্পত্তি করতে, নতুন আর অভিনব এক পদক্ষেপ নিল, রাজ্য নির্বাচন কমিশন। ব্যালট বাক্সে কারচুপি ঠেকাতে এবার ‘কিউআর’কোড ব্যবহার করার সিদ্ধান্ত নিল কমিশন। শুধু অভিযোগ দায়ের নয়, এই কিউআর কোড ব্যালট বাক্স এদিক ওদিক করার কারচুপিকেও বাধা দেবে।
কিউআর কোড থাকলে তাতেই সংশ্লিষ্ট ব্যালট বাক্স সংক্রান্ত যাবতীয় তথ্য গচ্ছিত থাকবে। কারচুপির কোনও চেষ্টা হলে ওই কোড স্ক্যান করে তা ধরে ফেলা যাবে সহজে। এছাড়া বাক্সগুলিতে এবার নতুন করে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। এক আধিকারিক বলেন, ‘ইভিএমের ক্ষেত্রে একটি নম্বর থাকে। তা থেকে জানা যায়, ওই মেশিনে কোন বুথে ভোট হয়েছে। গণনার সময় ইভিএম বদলে গেলে প্রমাণ মেলে ওই নম্বর থেকেই। ব্যালট বাক্সের কিউআর কোড অনেকটা সেই কাজ করবে বলে আমরা আশাবাদী।’ জেলায় জেলায় ইতিমধ্যে নতুন ব্যালট বাক্স পাঠানো শুরু হয়ে গেছে। কারণ জেলা সদরেই বাক্সগুলিতে কিউআর কোড লাগানোর কাজ হবে।
