ইভিএম নিউজ ব্যুরো, ১৬ এপ্রিলঃ গোটা রাজ্য জুড়েই গরম বাড়ছে হু হু করে। বাইরে বেরোনোর কথা ভাবলেই  মাথায় হাত! গরমে নাজেহাল আম জনতা।  বর্তমানে অনেকের বাড়িতেই এসি , কুলার দেখা যায়। আবার  অনেকের এইগুলো কেনারও ক্ষমতা থাকেনা। তাই  এবার গরমে নিদান কাঠের কুলার (Wooden Cooler)

তাহলে জানা যাক  কথায় এই কাঠের কুলার পাওয়া যায়?

এই কাঠের কুলারের চল রয়েছে ভারতে। যা দারুন বিশেষত্বপূর্ণ। সারা বিশ্বে একমাত্র রাজস্থানের ভিলওয়াড়া জেলায় তৈরি হয় এই কাঠের কুলার। দাম কম হওয়ায় এই কুলারকে ‘আমজনতার এসি’নামেই পরিচিত। বলা হয় সারা বিশ্বে এধরনের কুলার আর  কোথাও পাওয়া যায় না। তাই গরম পড়তেই ভিলওয়াড়ায় এসে  ভিড় জমান ভিনরাজ্যের নানা মানুষ।

এই কাঠের কুলার আবিস্কারক হলেন  রাজস্থানের ভিলওয়াড়া শহরের আরসি  ব্যাস কলোনির জিতু গাওয়ারিয়া।  তিনি বলেন কাঠের কুলার গ্রীষ্মকালে সাধারণ মানুষের কাছে একটি এসির মতো। কারণ এর থেকে ঘর যেমন শীতল হয়, তেমনি এই এসির দাম মাত্র দুই থেকে চার হাজার টাকা। গ্রীষ্মে কাঠের কুলারের চাহিদা থাকে তুঙ্গে, এমনই জানিয়েছেন কুলার আবিস্কারক জিতু। তাই শীত শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় কাঠের কুলার তৈরির কাজ। এই কাঠের কুলার তিন ধরনের আকারে তৈরি করা বলে জানা গিয়েছে। আকার অনুযায়ী কুলারের দাম দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত এবং উত্তরপ্রদেশের মতো বিভিন্ন ভিনরাজ্যে এর চাহিদা রয়েছে  তুঙ্গে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং প্রযুক্তিকে ভর করে এখন ভিন রাজ্য থেকেও অর্ডার নিয়ে কুলার পৌঁছে দেন জিতু।

এই প্রসঙ্গে এক কুলার ক্রেতা মহম্মদ রইস  নামে এক ব্যক্তি তিনি বলেন, প্রায় দু’বছর আগে ভিলওয়াড়া থেকে কাঠের কুলার কিনেছিলেন। কম টাকায় এত ভাল ঠান্ডা অন্য কোনও ভাবে পাওয়া সম্ভব নয়। খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ ঘর ঠান্ডা করে দেয় এই কুলার। তাই এবার তিন চারটি কুলার একসাথে কিনে নিতে এসেছেন তিনি।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর