ইভিএম নিউজ ব্যুরঃএবার  কলকাতা থেকে বিমান পরিষেবা চালু করতে চলেছে মধ্যপ্রাচ্যের ‘এয়ারআরবিয়া’। সপ্তাহে তিনদিন-সোমবার, বুধবার এবং শনিবার কলকাতা থেকে আবুধাবি উড়ে যাবে এয়ারআরাবিয়ার বিমান। আগামী ১৫ মার্চ থেকে চালু হতে চলেছে এয়ারআরবিয়া।

বর্তমানে সংস্থাটির মোট বিমান সংখা ৪৩টি। বিমানটির গন্তব্যস্থল কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত। ফলে এবার কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে আগ্রহী যাত্রীদের সুবিধা হবে অনেকটাই। জানা গিয়েছে, এয়ারআরবিয়া এয়ারবাস এ-৩২০ বিমানে করে কলকাতা থেকে আবুধাবি উড়ান পরিচালনা করবে। বিমানের সব আসনই হবে ইকনমি ক্লাসের। এই রুটের ভাড়া ২৫ হাজার টাকা থেকে শুরু হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য বিমান সংস্থাগুলিকে কড়া টক্কর দিতে চলেছে এয়ারআরবিয়া।
মার্চের শেষ সপ্তাহে তারা ফের কলকাতা-আবুধাবি সরাসরি উড়ান চালু করবে।

জানা গিয়েছে, এয়ারআরবিয়া এয়ারবাস এ-৩২০ বিমানে করে কলকাতা থেকে আবুধাবি উড়ান পরিচালনা করবে। সংস্থার তরফে জানানো হয়েছে, যদি তারা ভালো সুফল পায়, তাহলে এই রুটে উড়ানের সংখ্যা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তারা। পরবর্তীকালে সংস্থা সূত্রে খবর, প্রয়োজনে প্রতিদিনই উড়ান পরিচালনা করতে পারে বলে জানা যাচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর