বিধ্বংসী

ব্যুরো নিউজ, ২১ ডিসেম্বর: কলকাতায় বিধ্বংসী আগুন | পুড়ে ছাই ৩ টি ঝুপড়ি 

ফের কলকাতায় বিধ্বংসী আগুনের প্রভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩ টি ঝুপড়ি। আগুন লেগেছে পার্ক সার্কাসের তপসিয়া রোড সাউথের মারুতি বাগানে। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৮টা নাগাদ এই আগুন লাগে। প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় আরও দুটি ঝুপড়িতে এই আগুন ছড়িয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন।    কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ৯টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। দুর্ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি এখনও পর্যন্ত। ঠিক কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

অগ্নিকান্ডে বৃদ্ধার মৃত্যু

তবে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। প্রসঙ্গত, বুধবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি উড়ালপুলের নীচে একটি অস্থায়ী দোকানে আগুন লাগার ফলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। এর কিছু দিন আগেও নোনাপুকুরে একটি বহুতল ফ্ল্যাটে আগুন লাগে। ৩ জন আটকে পড়েছিলেন সেই আগুনে। দমকলকর্মীরা বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ওই ৩ জনকে উদ্ধার করতে সফল হন। গত ১২ ডিসেম্বর উল্টোডাঙার মুরারিপুকুরেড় একটি গুদাম ঘরেও আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিনের সহায়তায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর