ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: কলকাতায় আয়োজিত হল প্রথম শিক্ষা সম্মেলন

৫ অক্টোবর FACES-এর সহযোগিতায় কলকাতার পার্ক হোটেলে আয়োজিত হল শিক্ষা সম্মেলনের। এই সম্মেলনের আয়োজন করেছেন, এডুকেশন অ্যান্ড ইউ (E & U) এর প্রতিষ্ঠাতা প্রিয়ম্বদা আগরওয়াল। সম্মেলনেউপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই সম্মেলনে প্রথমে তাঁরা নিজেদের কথা বলে। পরে তাদের পুনঃ ডিজাইন করা ওয়েবসাইট, www.educationandyou.in চালু করা হয়। একটি প্যানেল আয়োজন করা হয়েছিল যেখানে বিষয় ছিল “আজকের ডিজিটাল যুগে শিক্ষার ভবিষ্যত গঠন: বুন অর বেন ?” আলোচনায় বিশিষ্ট বক্তা ও অতিথিদের মধ্যে ছিলেন প্রফেসর সুমন কে. মুখার্জি (পরিচালক, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ), ড. অনুরাধা দাস (পরিচালক, গার্ডেন হাই ইন্টারন্যাশনাল স্কুল), ড. ব্রততী ভট্টাচার্য (শিক্ষাবিদ), ও প্রফেসর ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় (ভাইস চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি)। প্যানেলটি পরিচালনা করেছিলেন মিসেস প্রিয়ম্বদা আগরওয়াল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস মিঃ জগমোহন (ডিজি সিভিল ডিফেন্স পশ্চিমবঙ্গ পুলিশ), মিঃ ইমরান জাকি (FACES-এর সভাপতি) ও আরও অনেকে।

 

মিডিয়ার সাথে কথা বলার সময়, ই এন্ড ইউ এর প্রতিষ্ঠাতা মিসেস প্রিয়ম্বদা আগরওয়াল বলেন, “আমরা শিক্ষাবিদরা, ভবিষ্যতের স্থপতি। আমাদের নিষ্ঠা, আবেগ ও উদ্ভাবনী শিক্ষার পদ্ধতিগুলি পরবর্তী প্রজন্মের মননকে গঠন করে।” শিক্ষার উপদেষ্টা সদস্য ও কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসিং সিনিয়র আইনজীবী মিঃ আনন্দ বসু বলেন, “আমি শিক্ষাবিদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাঁরাই শিক্ষা ক্ষেত্রকে চালনা করে। আপনাদের অটল প্রতিশ্রুতি আমাদের তরুণদের শিক্ষার মাধ্যমে ভবিষ্যত গঠনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা আমাদের গভীর প্রশংসার দাবিদার।

 

‘দুয়ারে কুমির’| আতঙ্কে এলাকাবাসী

এই উপলক্ষে, FACES-এর সভাপতি মিঃ ইমরান জাকি বলেন, “এডুকেশন এন্ড ইউ ২০১৪ সালের ডিসেম্বরে তাদের যাত্রা শুরু করেছে। বর্তমানে প্রায় ৯ বছর পেরিয়ে গেছে এই প্রতিষ্ঠানের। বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে তারা আরও উন্নত হয়েছে এবং তাদের দলকে প্রসারিত করেছে। যাত্রা শুরুর সময় স্বাভাবিকভাবেই ছিল হাতে গোনা কয়েকজন ছাত্র, কিন্তু এখন তারা সারা দেশের ৭,০০০ জনের বেশি ছাত্র এবং পেশাদারদের পরামর্শ দিচ্ছে এবং সাহায্য করছে। পাশাপাশি তাদের কেরিয়ার গঠনেও সাহায্য করছে৷ এই ইভেন্টের সাথে যুক্ত হওয়া আমার এবং FACES-এর জন্য যথেষ্ট আনন্দদায়ক৷” ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর