ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: করোনার সেঞ্চুরি! ১০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা

বছর শেষে যেখানে উৎসব-আনন্দে মেতেছে গোটা দেশ, সেখানেই ফের ভয় ধরাচ্ছে করোনার নয়া প্রজাতি।

শাহের পাল্টা মমতা!  CAA নিয়ে কড়া বার্ত মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে ৩ টি বছর। তবু বিদায় নিচ্ছে না করোনা। বারবারই যেন রুপ বদলে আরও ভয়াবহ হয়ে সামনে এসে দাড়াচ্ছে। প্রতি বছরই নিত্য নতুন ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হচ্ছে করোনা ভাইরাস। গোয়া, কর্নাটক, কেরলের পর এবার রাজধানী দিল্লিতেও মিলল JN.1 ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ।

বুধবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, দিল্লিতে জেএন.১ সাব ভ্য়ারিয়েন্টে প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে। দুটি নমুনায় ওমিক্রন ভ্য়ারিয়েন্টের উপস্থিতি পাওয়া গিয়েছে বলেই জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। এই নিয়ে দেশে জেএন.১ ভ্য়ারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১০০ পার করল।

গতকাল দেশে নতুন করে ৫২৯ জন করোনা আক্রান্তের হদিস মিলেছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৯৩। এখনও পর্যন্ত তিন জনের মৃত্য়ু হয়েছে। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ৪০ জন আক্রান্তের নমুনায় জেএন.১ ভ্য়ারিয়েন্টের হদিস মিলেছে। এই নিয়ে দেশে করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর