করোনা প্রতিষেধকের পর এবার দেশের স্কুলগুলিতে শুরু হওয়া হাম আর রুবেলার প্রতিষেধক কর্মসূচিতেও পড়ল, দেশবাসীর একাংশের অনীহার ছায়া। জানুয়ারি মাস থেকেই গোটা দেশের মতো এ রাজ্যেও ন মাস থেকে পনেরোবছর বয়সী শিশুদের জন্য, স্কুলে স্কুলে শুরু হয়েছে হাম আর রুবেলার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই, সেই প্রতিষেধক নিতে রীতিমতো আপত্তি জানাতে শুরু করল, কলকাতার কিছু বেসরকারি স্কুল। সরকারি সূত্রের খবর, হাম আর রুবেলার এই ভ্যাকসিন কর্মসূচিতে, পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে রয়েছে, রাজধানী শহর কলকাতা। আর সেই পিছিয়ে থাকার অন্যতম কারণ হল, শহরের বেশিরভাগ বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ আর পরিবাদের তরফে ভ্যাকসিন নিতে আপত্তি। শহরের বেসরকারি স্কুলগুলি যাতে এই ধরনের আপত্তি না জানায় সেই কারনেই রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে সোমবার চিঠি লিখেছেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। উদ্ভূত এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ মেনে, স্কুলপড়ুয়াদের মধ্যে এই প্রতিষেধক দেওয়ার প্রকল্প ১০০ শতাংশ সফল করতে, আসরে নামতে বাধ্য হয়েছেন, রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈন নিজে। পুর কমিশনারের নির্দেশে বেসরকারি স্কুলগুলিতে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে থেকে পাঠানো হয়েছে চিঠিও।
পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের অভিযোগ, “কলকাতার প্রায় ৯৮টি বেসরকারি স্কুল সহযোগিতা করছে না। পুরসভার স্বাস্থ্য আধিকারিক এবং কর্মীদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না।উপরন্তু, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদেরও ফেরত পাঠানো হচ্ছে। রাজ্য শিক্ষা দফতরে ও স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে বিষয়টি।’’
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই প্রতিষেধক প্রদানে রাজ্যে প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুরের (৮৬ শতাংশ ) নাম। সেখানে সবার পিছনে রয়েছে শহর কলকাতা (২৬ শতাংশ)।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর