ইভিএম নিউজ ব্যুরো, ১৮ ফেব্রুয়ারিঃ করোনার রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গে বাসা বাঁধছে অ্যাডিনো ভাইরাস। এবার বাসা বাঁধছে শিশুদের শরীরে। টান পড়ছে হাসপাতালের বেড। চিন্তিত গোটা চিকিৎসা মহল।
ঋতু বদলের সাথে সাথে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। আর তারই মাঝে চোখ রাঙ্গাছে ভাইরাসের দল।আর হাসপাতালের বেড ভরছে শুধু একরত্তি রোগীদের ভিড়ে।শুধুমাত্র কলকাতাতেই নয়, একই ছবি ফুটে উঠেছে জেলার হাসপাতালগুলিতেও। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মা-বাবাদের। শুরু হচ্ছে জ্বর, সর্দি কাশি দিয়ে আর সেটা গড়াচ্ছে হাসপাতালের আইসিইউ বেড পর্যন্ত।
সাধারণত ভাইরাসটি বাসা বাঁধছে শিশুদের শ্বাসনালীতে। উল্লেখ্য, গত ২০১৮-১৯ সালে ব্যাপক হারে কাবু করেছিল এই ভাইরাসটি।পুনরায় থাবা বসাতে শুরু করেছে এই ভাইরাস।গত তিন বছর পরিস্থিতি আয়ত্তে থাকলেও এই বছরের অবস্থা বেশ ভয়াবহ হয়ে উঠেছে বলে মনে করছেন চিকিৎসকেরা।
এই প্রসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞরা বলেন, গত দুবছর অতিমারির ফলে স্বাভাবিক পরিবেশে মেলামেশা করেনি তারা। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে। বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে শিশুদের। সংবাদ সূত্রে খবর, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শুরু করে বি সি শিশু হাসপাতালের অবস্থাও শোচনীয়।একদিকে যেমন বেডের আকাল বেড়েছে তেমনই বাড়ছে অসুস্থদের সংখ্যা। শুধুমাত্র সরকারি নয় একই সমস্যার মুখে বেসরকারি হাসপাতালগুলো।