মহামারীর সময়ে প্রায় দু’বছর ধরে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অনেকতাই ক্ষতি হয়েছে। ড্রপআউট অর্থাৎ স্কুলছুট ছাত্র -ছাত্রীদের সংখ্যাও এক লাফে বেড়ে গিয়েছিল অনেকটাই। বিশেষকরে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার গুলির বহু ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তেমনি একটি এলাকা হল বালুরঘাট শহর লাগোয়া মঙ্গলপুর আদিবাসী পাড়া।এই এলাকায় বেশিভাগ পরিবারই দারিদ্র সীমার নিচে। সেইসব স্কুলছুট ছেলে মেয়েদের করোনার অতি মারির সময় এই এলাকার বহু ছাত্র-ছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এবার ওই ছেলে মেয়েদের পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন,বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সমিত কুমার সাহা। সমিতবাবু জানিয়েছেন ,করোনা কালেই তাঁর মনে হয়েছিল অতিমারীর শেষে এই সব স্কুলছুটদের আবার লেখাপড়ার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আর সেই ভাবনা থেকেই বালুরঘাটের মঙ্গলপুর আদিবাসী পাড়ায় এই শিক্ষক গড়ে তুলেছেন সম্পূর্ণ বিনামূল্যে আদর্শ শিক্ষা নিকেতন। যেখানে তিনি প্রতি সপ্তাহে একদিন করে এবং ছুটির দিনগুলিতে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাঠদান করেন। শুধু পড়ানোই নয় পড়ার শেষে থাকে এই ছাত্র-ছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা। পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পুনরায় পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনতে এই শিক্ষকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর