ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: বঙ্গে কবে থেকে শুরু উত্তুরে হাওয়ার দাপট? কি জানাচ্ছে হাওয়া অফিস?
পৌষ সংক্রান্তির আগেই বঙ্গে ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ফিরবে শীতের আমেজ। সেই সঙ্গে দেখা মিলবে ঘন কুয়াশার। আগামী কাল থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। উত্তর থেকে দক্ষিণ, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
আগামী ২৪ ঘণ্টায় দঃ বঙ্গের শহর কলকাতা সহ উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোন বৃষ্টিপাত হবে না। সমস্ত জেলার আবহাওয়া থাকবে শুষ্ক।
শিক্ষা দুর্নীতির চার্জশিটে উল্লেখ পার্থের ব্যক্তিগত সচিবের নাম
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বোচ্চ থাকবে ৯৫ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৪৩ শতাংশ।
দঃ বঙ্গের পাশাপাশি আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার কোন জায়গায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। অর্থাৎ এই সমস্ত জেলার আবহাওয়া যথেষ্ট শুষ্কই থাকবে। ইভিএম নিউজ