ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: কবীর সুমনকে সমাজ মাধ্যমে নেটাগরিকদের নেতিবাচক বার্তা
চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কবীর সুমন। রবিবার সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে কবীর সুমন লিখেছেন, তিনি আবার ঢাকা যাচ্ছেন। তার ভিত্তিতে একটি সংবাদ চ্যানেল খবরের শিরোনাম দিয়েছে, “উইকেন্ডে ব্যাগ গুছিয়ে বাংলাদেশের পথে কবীর”। পোস্ট করার ১৩ ঘন্টা বাদে লাইক এসেছে ১ হাজার ৩০০ টি, মন্তব্য এসেছে ১ হাজার টি ও শেয়ার এসেছে ১৪ টি।
মোদীর বিরুদ্ধে ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ করার অভিযোগ তৃণমূলের
অজস্র নেটনাগরিক খবরটিকে স্বাগত জানিয়ে লিখেছেন, শিল্পী আর না ফিরলেই ভাল। তাপস মিত্র লিখেছেন, “দয়া করে আর ফিরবেন না”। সৌমেন চক্রবর্তী লিখেছেন, “খুব ভাল খবর। আর কোনও দিন ফিরবেন না”। কমল মণ্ডল লিখেছেন, “এরপর আর ভারতে না ফিরলে ভাল”। প্রবাল চন্দ্র মজুমদার লিখেছেন, “এটা তো দারুণ খবর। মা গো মা আপদ বিদায় হয়েছে। আর যেন না ফেরে এখানে। এবার গঙ্গার জল আর গোবর দিয়ে শুদ্ধ করতে হবে”। অশোক কুমার মণ্ডল লিখেছেন, “খুব ভালো খবর আর আসার দরকার নেই”। মোনালিসা মুখার্জি লিখেছেন, “খুব ভালো খবর, আর যেন ফিরে না আসে”। তন্ময় কুমার মুখার্জি লিখেছেন, “আরও আগে গেলেই ভালো হতো।” এ হেন কমেন্টে ভরে গিয়েছে গোটা সমাজ মাধ্যম।
প্রসঙ্গত, গত বেশ কয়েক বছর ধরেই সুমন তাঁর নানা বিতর্কিত বক্তব্য ও সুবিধাবাদি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য গুনমুগ্ধদের কাছেও অপ্রিয় হয়ে উঠেছেন। এই মন্তব্যগুলো তারই প্রকাশ। যদিও সংশ্লিষ্ট খবরেই দেখা যাচ্ছে, কবীর সুমন লিখেছেন, ‘চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি’। ইভিএম নিউজ