রাহুল কর্মকার,বাঁকুড়াঃ কচুরি খেয়ে টাকা দিচ্ছিলো না যুবক। বেশ কয়েকদিন পর ফের কচুরি খেতে এলে, যুবকের কাছে টাকা চান, দোকানের মালিক ৭০ বছরের বৃদ্ধ কৃষ্ণচন্দ্র দে মোদক। আর বকেয়া টাকা চাওয়ার অপরাধে, ওই বৃদ্ধ দোকানমালিককেই গরম তেলের কড়াইয়ে ধাক্কা মেরে ফেলে দিল, বরসাৎ খান নামের ওই যুবক। ভয়ঙ্কর এই ঘটনায় একইসঙ্গে চাঞ্চল্য আর উত্তেজনা ছড়ালো, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। স্থানীয়সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের পোকাবাঁধ বাসস্ট্যান্ড এলাকার গণেশ মিষ্টান্ন ভান্ডারে সম্প্রতি কয়েকদিন কচুরি খেয়েছিল, এখানকার শেখপাড়া বাসিন্দা, বরসাৎ খান নামের এক যুবক। কিন্তু সেই টাকা সে দেয়নি। এরপর বুধবার আবার সে ওই দোকানে কচুরি খেতে এলে, বৃদ্ধ দোকানমালিক কৃষ্ণচন্দ্র দে মোদক তাঁর কাছে আগের বকেয়া ৭০ টাকা দাবি করেন। অভিযোগ, টাকা দেওয়া তো দূরের কথা, উল্টে দোকানমালিকের সঙ্গে বচসা বাধিয়ে দেয় বরসাৎ খান। বচসা চলাকালীন আচমকাই বৃদ্ধ ওই দোকানমালিককে সজোরে ধাক্কা মারে ওই যুবক। সেই ধাক্কা সামলাতে না-পেরে পিছনে থাকা ফুটন্ত তেলের কড়াইতে পড়ে যান, ৭০ বছরের দোকানমালিক কৃষ্ণচন্দ্র দে মোদক।
চোখের সামনে এমন ভয়ংকর ঘটনা ঘটতে দেখে, দোকানে উপস্থিত লোকজন প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও, পরমুহূর্তেই চিৎকার চেঁচামেচি শুরু করলে, আশপাশের লোকজন ছুটে আসে। যদিও পরিস্থিতি বেগতিক বুঝে, ততক্ষণে দোকান থেকে বেরিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। যুক্ত যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আহত ওই দোকান মালিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভি ও ১ঃ কচুরি খেয়ে টাকা দিচ্ছিলো না যুবক। বেশ কয়েকদিন পর ফের কচুরি খেতে এলে, যুবকের কাছে টাকা চান, দোকানের মালিক ৭০ বছরের বৃদ্ধ কৃষ্ণচন্দ্র দে মোদক। আর বকেয়া টাকা চাওয়ার অপরাধে, ওই বৃদ্ধ দোকানমালিককেই গরম তেলের কড়াইয়ে ধাক্কা মেরে ফেলে দিল, বরসাৎ খান নামের ওই যুবক। ভয়ঙ্কর এই ঘটনায় একইসঙ্গে চাঞ্চল্য আর উত্তেজনা ছড়ালো, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। স্থানীয়সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের পোকাবাঁধ বাসস্ট্যান্ড এলাকার গণেশ মিষ্টান্ন ভান্ডারে সম্প্রতি কয়েকদিন কচুরি খেয়েছিল, এখানকার শেখপাড়া বাসিন্দা, বরসাৎ খান নামের এক যুবক। কিন্তু সেই টাকা সে দেয়নি। এরপর বুধবার আবার সে ওই দোকানে কচুরি খেতে এলে, বৃদ্ধ দোকানমালিক কৃষ্ণচন্দ্র দে মোদক তাঁর কাছে আগের বকেয়া ৭০ টাকা দাবি করেন। অভিযোগ, টাকা দেওয়া তো দূরের কথা, উল্টে দোকানমালিকের সঙ্গে বচসা বাধিয়ে দেয় বরসাৎ খান। বচসা চলাকালীন আচমকাই বৃদ্ধ ওই দোকানমালিককে সজোরে ধাক্কা মারে ওই যুবক। সেই ধাক্কা সামলাতে না-পেরে পিছনে থাকা ফুটন্ত তেলের কড়াইতে পড়ে যান, ৭০ বছরের দোকানমালিক কৃষ্ণচন্দ্র দে মোদক।
চোখের সামনে এমন ভয়ংকর ঘটনা ঘটতে দেখে, দোকানে উপস্থিত লোকজন প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও, পরমুহূর্তেই চিৎকার চেঁচামেচি শুরু করলে, আশপাশের লোকজন ছুটে আসে। যদিও পরিস্থিতি বেগতিক বুঝে, ততক্ষণে দোকান থেকে বেরিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আহত ওই দোকান মালিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।