সমালোচনা

ব্যুরো নিউজ, ২ ডিসেম্বর: কংগ্রেসের সমালোচনায় কৌস্তভ 

 

দিল্লীতে তৃনমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ ইন্ডিয়া’ জোটের মিটিং তিনি মেনে নেননি। বরং কংগ্রেসের সঙ্গে আরও দহরম মহরম বাড়িয়েছে তৃনমূল। এমনই অভিযোগ তুলে এবার কংগ্রেসের সমালোচনায় মুখর হলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

এজলাসে চিটফান্ড কর্তা গৌতম

তিনি বলেন, এখন থেকে কংগ্রেসিদের এ রাজ্যে মহুয়া মৈত্রর মতো সাংসদকে সমর্থন করা শিখতে হবে। সহ্য করতে হবে শিক্ষা নিয়োগ দুর্নীতিকেও। এসব এবার পুরুলিয়ার নিহত তৃনমূল কাউন্সিলর তপন কান্দুর স্ত্রীকে দিয়ে করালেই ভালো হয়। তাহলেই কংগ্রেসের ১৬ কলা পূর্ণ হবে।

 

রাজ্যে বহু ইস্যুতেই তৃণমূলের বিরুদ্ধে সেভাবে সরব নয় কংগ্রেস। বরং মুখে কুলুপ এঁটেছে। আর তাতেই বিধানসভার শূন্যের পর রাজ্যে হারিয়ে যাচ্ছে কংগ্রেস। তবুও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কেন সেভাবে তৃণমূলের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনে নামছে না সেই প্রশ্নই তুললেন কৌস্তভ। কংগ্রেসের এই মৌনী বাবার ভূমিকা না পসন্দ কৌস্তভের। অবশ্য ইতিমধ্যেই তিনি বিজেপি নেতা শুভেন্দু অধুইকারির সঙ্গে বিভিন্ন অরাজনৈতিক মঞ্চে গিয়েছে। ভবিষ্যতে তিনি কি সিদ্ধান্ত নেন সেইদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর