ইভিএম নিউজ ব্যুরো, ২৪ ফেব্রুয়ারিঃ জি৮।না না কোন বাস রুট অথবা কোন কূটনৈতিক গোষ্ঠীর ফোরাম ভেবে ভুলটি করবেন না যেন। শোনা যাচ্ছে, আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের বর্তমান বিরোধী দল কংগ্রেসকে বাদ দিয়েই একটি বিরোধী জোট তৈরি হতে চলেছে যার নাম জি৮। আর এই জোটের নেতৃত্ব দিতে চলেছেন নোট বৃষ্টির বন্যায় বানভাসি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু কারা রয়েছেন এই জি৮ জোট গোষ্ঠীতে? সুত্রের খবর মমতা ছাড়াও জোট সঙ্গী হিসেবে রয়েছে নীতীশ কুমার,এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরীওয়াল, ভগবত মান, কে চন্দ্রশেখর রাও এবং তেজস্বী যাদব।
এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় অবিজেপি ও অকংগ্রেসিদের নিয়ে কেন্দ্রে তৃতীয় বিকল্প ফেডারেল ফ্রন্ট গঠন করে দিল্লির রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকা নিতে চেয়েছিলেন মমতা এমনকি ২০১৯ এর লোকসভা নির্বাচনেও পশ্চিম বঙ্গের আসন সংখ্যার ভিত্তিতে ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’ এর ডাক দিয়ে বিরোধী জোটের এক্স ফ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু ২০১৪-এর লোকসভা নির্বাচনে মোদী-ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল মমতা জোট।

সম্প্রতি রাহুল গান্ধীর ডাকা ‘ভারত জোড়ো’ যাত্রায় তৃণমূলের সাড়া না দেওয়া, আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তে তৃণমূলের বিরোধিতা করা তার সাথে সাথে রাহুল গান্ধীর মেঘালয়ের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃনমূলকে প্রকাশ্যে আক্রমনে্র ঘটনায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট যে বিশবাঁও জলে সেই বিষয়টা আঁচ করতে কোন অসুবিধা হয়নি আমজনতার। তবে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসার লোভে নীতীশ- তেজস্বীদের সঙ্গে তলে তলে নাম বদল করে জোট প্রক্রিয়া চালানোর কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তবে কি ২০২৪ এর লোকসভা নির্বাচনে মমতা জোটের ভরাডুবি ঘটিয়ে কংগ্রেসের যাত্রা ভঙ্গের প্রক্রিয়া পূর্ণতা পেতে চলেছে?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর