রাজকীয়ভাবে বিদায়ের পর ওটিটিতে জায়গা করে নিল বল্লভপুরের রূপকথা। ৮৭ দিন প্রেক্ষাগৃহ থেকে মুঠোফোনে দেখতে পাবেন দর্শকেরা।গত ১৩ জানুয়ারি থেকে হইচই- এ দেখা যাচ্ছে বল্লভপুরের রূপকথা। গত বছর ২৫ অক্টোবর মুক্তি পেয়েছিল অনির্বাণ ভট্টাচার্য -র পরিচালিত এই সিনেমাটি । কিংবদন্তি নাট্যকার বাদল সরকারের নাটকটি সিনেমায় রূপান্তরিত করেছেন অনির্বাণ। ‘ড্রাকুলারস্যার’ ,’মন্দারের’ পর এটি একটি অন্যরকম ছবি। প্রথম থেকেই একটু ভিন্নধর্মী ছবি তৈরির ইচ্ছে ছিল তাঁর। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সিনেমাটি। বক্সঅফিসে দুরন্ত ব্যবসা করছে এই সিনেমা। টানা ৮৭ দিন সিনেমা হলে চলেছে স্বগৌরবে। অবশেষে রাজকীয়ভাবে হল থেকে বিদায় নিল বল্লভপুরের রূপকথা।বৃহস্পতিবার সাউথ সিটি মলের অভিজাত আইনক্সে শেষবারের মতো দেখানোও হয়েছিল সিনেমাটি। এই প্রসঙ্গে ,অভিনেতা সত্যম ভট্টাচার্য ফেসবুকে তাঁর অনুভূতির কথা শেয়ার করেছেন। পরিচালক অনির্বাণ ভট্টাচার্য বলেন ,এইরকম ‘হরর কমেডি’ নিয়ে অনেকেই ভেবেছেন। কিন্তু তাঁর এই সিনেমাটিই প্রথম নির্মিত হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর