দীর্ঘ প্রতীক্ষার অবসান। এলিজিবল ব্যাচেলার থেকে এবার ম্যারেড ভারতীয় ক্রিকেটের উইকেটকিপার কেএল রাহুল। জীবনসঙ্গিনী হলেন বলিউড তারকা আথিয়া শেট্টি। আর ‘ফাদার ইন ল’ বনে গেলেন সুনীল শেট্টি। শুরু হয়ে গেল রাহুলের দ্বিতীয় ইনিংস। চাঁদের হাট ছিল এই বিয়েকে কেন্দ্র করে। বিবাহ সম্পন্ন হতেই উপস্থিত সমস্ত সংবাদ মাদ্ধমের প্রতিনিধিদের মিষ্টি বিতরণ করলেন সুনীল নিজে হাতে । খান্ডালার খামার বাড়িতে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হল রাহুল -আথিয়ার ।সোমবার বিকেল ৪ টে ৩০ মিনিটে বিবাহে সূত্রে আবদ্ধ হন রাহুল – আথিয়া । হাই ভোল্টেজ এই বিয়ের আসর ছিল জমকালো । আমন্ত্রিতদের মধ্যে ক্রিকেট জগৎ থেকে বলি জগতের তারকার সমাহারে বিয়ের আসরে ছিল ক্যারিশ্মার ছড়াছড়ি।
মুহূর্তে যুগলের ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায় । ইনস্টাগ্রামে নিজেরাই সেগুলো আপলোড করেন। শুধু ছবি নয় ,এবার প্রকাশ্যে এল বিয়ের ভিডিও। ভিডিওটি সামনে আসা মাত্রই ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। গোলাপি লেহেঙ্গা ,সাথে কুন্দলের গয়নায় সেজে উঠে ছিলেন নববধূ আথিয়া এবং বেইজ রঙের শেরওয়ানিতে ঝকঝক করছিলেন রাহুল । বন্ধুবান্ধব ,পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান হলেও রিসেপশন হবে এলাহিভাবে। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন মুম্বইয়ের নামজাদা অভিনেতা সহ ক্রিকেট মহলের তারকারা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুর থেকে আলিয়া ভাট, অনুষ্কা শর্মা ,করণ জোহার ,ভিকি কৌশল ,বিরাট কোহলি , ধোনি , রোহিত শর্মা সহ তারকা ক্রিকেটাররা।