কোটি

ব্যুরো নিউজ, ২৪ জানুয়ারি: এয়ার ইন্ডিয়াকে কোটি টাকার জরিমানা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের

এয়ার ইন্ডিয়া সংস্থাকে ১.১০ কোটি টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। তবে কেন এই জরিমানা করা হলো তার কোন স্পষ্ট কারণ ডিজিসিএ জানায়নি ডিজিসিএ। শাস্তির বিস্তারিত বিবরণও প্রকাশ করা হযনি। উল্লেখ্য, গত কয়েকদিনে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে একের পর এক নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ও অনিয়মিত উড়ানের অভিযোগ উঠেছে।

বাংলার বিজেপি বিধায়কদের সঙ্গী করে অযোধ্যা পাড়ি দেবেন শুভেন্দু

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এক নির্দিষ্ট দূরপাল্লার গুরুত্বপূর্ণ পথে এয়ার ইন্ডিয়ার উড়ানে নিরাপত্তাজনিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ করা শুরু করেছে ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়ার উপর ১.১০ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে”। তারা জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার এক কর্মচারীই তাদের এয়ার ইন্ডিয়া নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রতিবেদন জমা দিয়েছিলেন। তারপরই এই পদক্ষেপ করা হয়েছে। ওই কর্মী জানিয়েছিলেন, কিছু দূর-পাল্লার গুরুত্বপূর্ণ রুটে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানছে না এয়ার ইন্ডিয়া। এই রিপোর্ট পাওয়ার পরই, ওই অভিযোগের তদন্ত করেছে ডিজিসিএ। যদিও তদন্তে প্রাথমিকভাবে অসম্মতি জানিয়েছে উড়ান সংস্থাটি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর