ফের নিরাপত্তায় গলদ। মোদির পর এবার শিকার হলেন রাহুল গান্ধী । ‘ভারত জোড়ো যাত্রায়’ নিরাপত্তায় বড়সড় গলদ। মঙ্গলবার পঞ্জাবের হোশিয়ারপুরে টান্ডা এলাকা থেকে যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। সেখানে তিনি ভিড়ের মধ্যে হাঁটার সঙ্গে সঙ্গে রাস্তার ধরে থাকা মানুষের অভিবাদন নিচ্ছিলেন। ছবিও তুলতে দেখা যায় তাঁকে। এইসময় হঠাৎই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক ব্যক্তি ছুটে এসে রাহুলকে জড়িয়ে ধরেন । সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সরিয়ে দেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা । তাছাড়াও মিছিলে তাঁর সঙ্গে ছিলেন , আমরিন্দর সিং রাজা ওয়ারিং ,হরিশ চৌধুরী ও রাজ কুমার ছাবেয়ালের মতো পঞ্জাবের হেভিওয়েট মন্ত্রীরা। জেট প্লাস ক্যাটাগরির বলয় থাকা সত্ত্বেও কেন এইরকম গলদ উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে দায়িত্বে থাকা সিআরপিএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের নেতা মন্ত্রীরা। অন্যদিকে নিরাপত্তায় কোনও গলদ ছিল না বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।
