সদ্য মুক্তি পাওয়া ‘ প্রজাপতি ‘ সিনেমাটিকে নিয়ে বারবার রাজনৈতিক তরজা হতে দেখা গিয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের দাবি মিঠুন চক্রবর্তীর জন্যই দেবের এই মুভি ফ্লপ করেছে। এ বার এই নিয়ে মুখ খুললেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী ৷ কুণাল ঘোষকে ‘এলি তেলি গঙ্গারাম’ বলে তীব্র কটাক্ষ করলেন তিনি ৷
ত্রিপুরায় ভোট প্রচারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নেমে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল মিঠুন চক্রবর্তীকে ৷ তাঁকে প্রজাপতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলন , “আমার টিআরপি কোনওদিনই কমানো যাবে না । আমার টিআরপি নামাতে চেয়েছিলি । আমার মরা পর্যন্ত সেটা পারবি না ।”
এরপরই তাঁকে নিয়ে কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিঠুন চক্রবর্তী বলেন, “আমি এলি তেলিদের কথার জবাব দিই না । ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না ।”