ইভিএম নিউজ ব্যুরো, ২৮ মার্চঃ ট্রেনযাত্রী  আর টিটি যাদের সম্পর্ক আশা করি সকলেরই পরিচিত। বিনা টিকিটে ট্রেন যাত্রা কম বেশী অনেকেই করেছেন। আর যার ফলে মোটা অঙ্কের জরিমানাও দিতে  হয় টিটিকে। যারা ট্রেনে প্রতিনিয়ত যাতায়াত করেন তারা এই ছবি হামেশাই  দেখেছেন। এক কথায় যাকে বলে “সাপে-নেউলে” সম্পর্ক। তাই এবার জরিমানা আদায় করে রেকর্ড করলেন সাঁতরাগাছি স্টেশনে কর্মরত টিকিট চেকিং স্টাফ পিকে দাস। আর জরিমানা করা টাকার অঙ্কের হিসাব কত জানেন? তাহলে শুনুন তবে জরিমানা করা টাকার অঙ্কের হিসাব  প্রায় ১ কোটি টাকা! চলতি বছরে ২৬ মার্চ পর্যন্ত ১ কোটির জরিমানা আদায় করেছেন ,যা জমা হয়েছে রেলের খাতায়।

দক্ষিন পূর্ব হাওড়া খরগপুর ডিভিশনে সাঁতরাগাছি স্টেশনে কর্মরত তিনি। সমস্ত নিয়ম নীতি নিয়ে অত্যন্ত সচেতন । কাজ অন্তপ্রাণ। এই প্রসঙ্গে তাঁর সহকর্মীরা জানিয়েছেন, চাকরিতে তিনি অনেক সিনিয়র আমাদের থেকে। স্টেশনে পৌঁছান ঘড়ির কাঁটা মেনে। এক মিনিটও এদিক ওদিক হয়না তাঁর। কেউ টিকিট কেটে না থাকলে শক্ত হাতেই দায়িত্ব পালন করেন তিনি। সমস্ত নিয়মনীতি মেনেই করেন জরিমানা। তাঁর এই কাজে  ধন্যবাদ জানিয়েছেন খড়গপুর ডিভিশনের ডিসিএম রাকেশ কুমার। এই প্রসঙ্গে তিনি বলেন,  প্রায় ৩০৪ দিন কাজ করে ১১ হাজার ৮১৬ জন বিনা  টিকিটের যাত্রীর থেকে জরিমানা আদায় করেন  ১ কোটি ২২ হাজার ২৭০ টাকা। এবং যেটি জমা করেছেন দক্ষিণ পূর্ব রেলের খাতায়। যার ফলে গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষে ৪২০ শতাংশ আয় হয়েছে  দক্ষিণ পূর্ব রেলের।

যাকে নিয়ে এত মাতামাতি সকলের। তাঁরই কোনও রকম উচ্ছ্বাস প্রকাশ করতে রাজি হননি তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, এটাই আমদের পেশা। সুতরাং মানুষকে আরও সচেতন হওয়া উচিত। বিনা টিকিটে যাতায়াত  আইনগতভাবে অপরাধ। সাধারণ মানুষ একটু যদি সচেতন হন তাহলে , এই ধরনের ঘটনা অনেকটাই কম হবে।  পাশাপাশি তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসাবে আমাদের সকলেরই কর্তব্য। সকলের কাছে আর্জি জানান সকলকে টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য। আগামীদিনে  নিজের কাজে এইরকম সক্রিয় থাকবে বলে জানান তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর