এক্সপ্রেসে

ব্যুরো নিউজ, ০৬ জানুয়ারি: এক্সপ্রেসে আগুন | নিহত কমপক্ষে ৫ 

বাংলাদেশের রাজধানী গোপীবাগে শুক্রবার রাত ৯টা ৫ মিনিট নাগাদ বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। শেষমেশ রাত ১০টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার শঙ্কর আঢ্য!

জানা গিয়েছে, বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেসটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছিল। এরপর কমলাপুর প্ল্যাটফর্মে প্রবে‌শের আগেই ঢাকার গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। ট্রেন‌টি বেনা‌পোল থে‌কে দুপুর ১টার দিকে ছে‌ড়ে আসার পর শুক্রবার রাত ৯টার প‌র কমলাপুর স্টেশ‌নে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশন আউটা‌রের গোপীবাগ রেললাইনে ট্রেন‌টির পেছ‌নে তিন‌টি ব‌গির আগের দু‌টি চ ও ছ ব‌গিতে আগুন লা‌গে।

এরপর সাম‌নের পাওয়ারকার ব‌গি‌তেও আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। পাওয়ারকা‌রের সাম‌নে থাকা প‌রের ব‌গিগু‌লো কে‌টে বি‌চ্ছিন্ন করা হ‌য়ে‌ছে। রাত ১০টা পর্যন্ত চ, ছ ও পাওয়ারকার ব‌গি‌তে আগুন জ্বল‌ছিল। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর