ইভিএম নিউজ ব্যুরোঃভালো উৎপাদন হওয়া সত্ত্বেও দাম কোমছে না আলুর। ফলে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই। ভালো আবহাওয়ার কারণে গত কয়েক বছরের মধ্যে এ বছর রাজ্যে ব্যাপক পরিমাণে আলু উৎপাদন হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কলকাতার বাজেরে ঢুকেছে নতুন আলু।

জানা গিয়েছে ,অনেক ব্যবসায়ী প্রচুর পরিমাণে আলু কিনে গুদামে মজুদ করে রাখছেন এবং সেগুলি পরে কৃত্রিমভাবে আলুর দাম বাড়িয়ে দিচ্ছেন। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা।

কৃষি সূত্রে খবর, এ বছর বাংলায় মোট ১.২ কোটি টন আলু উৎপাদন হয়েছে। যা গত বছর যা বাকি বছর গুলির থেকে ৩০ শতাংশ বেশি।তবে উৎপাদন বেশি হলে যে ক্রেতারা কম দামে কিনতে পারবেন তা নয় বলেই জানিয়েছেন এক আলু ব্যবসায়ী সংগঠনের সদস্য প্রদ্যুত দাস। তিনি বলেন, ‘ আলুর দাম বাড়ার ফলে মিডলম্যানরাই সর্বাধিক লাভ করে থাকেন। ফলে সমস্যায় পড়ছেন কৃষক থেকে ক্রেতারা। একদিকে যেমন কৃষকরা চাষের খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, ঠিক তেমনই ক্রেতারা আলু কিনতে গেলেই টান পড়ছে পকেটে ।’

প্রসঙ্গত, রাজ্যে আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে কৃষকরা আলু বিক্রি করছেন ৫ টাকা কেজি দরে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক গুন কম।আর সেই আলু খুচরো বাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। তবে দাম না ওঠায় তিনি চিন্তিত গোটা আলু চাষিরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর