ব্যুরো নিউজ, ২৯ আগস্ট: উত্তর পূর্বের সূর্যাস্ত ঘটাতে প্রস্তুত মশালধারীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় যুবভারতীতে ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ।
প্রায় চার বছরেরও বেশি সময় পরে কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। আজ ম্যাচ জিততে দেখা মিলবে সমর্থকদের সেই চিরাচরিত ছবি। গাড়ি ও ম্যাটাডোর ভর্তি করে আসবে সমর্থকরা তারুণ্য এবং অভিজ্ঞতার উপর ভর করেই গঠিত নর্থইস্ট ইউনাইটেডকে একেবারেই হালকা ভাবে নিতে চাইছেনা কার্লোস কুয়াদ্রাত। তাই ফাইনালে যেতে এই শক্ত ‘গাঁট’ পেরোতে খুবই সতর্ক লাল হলুদ বাহিনী। তার দলে সেইরকম কোনও চোট বা আঘাতের সমস্যা নেই বললেই চলে। নর্থইস্টকে হারাতে গোকুলাম ম্যাচের প্রথম একাদশকেই তাই আজ মাঠে নামাতে চাইছেন কার্লোস। নর্থইস্টের দলে মিরশাদ মিছু, থৈ সিং, হীরা মন্ডলের মতো ফুটবলার। তাই আজ খুব সতর্কভাবে খেলে ফাইনালের রাস্তা পাকা করতে চাইছে ইস্টবেঙ্গল ।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ (৪-৩-৩) – প্রবসুখান গিল (গোলরক্ষক), জর্ডান , চুংলুঙা, খাবরা (অধিনায়ক), নিশু, ক্রেসপো, বোরহা, সৌভিক, মহেশ, সিভেইরো, নান্দা। ইভিএম নিউজ