বোরো ইভিএম নিউজঃ-ছত্রিশগড় মহাসমুন্দ  জেলায়  মঙ্গলবার  রাত্রে  ঘুমিয়ে  থাকা  অবস্থায় ৬ জন শ্রমিকের ইটভাটার মধ্যে দূষিত ধোঁয়ায় দম বন্ধ হয়ে   প্রাণ হারিয়েছে।ইটভাটা অন্যান্য শ্রমিকরা জানিয়েছে মঙ্গলবার মাটির ইট তৈরি করে ইট ভাটার মধ্যে দেবার পর ওই ইটভাটার উপরে   রাতে  ঘুমিয়ে পড়েছিল ওই ছজন। সকালে ঘুম থেকে তোলার সময় দেখা যায় সকলের  মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে

পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যেক বছরই এইরকম  দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।এর আগেও  বহু শ্রমিকদের মৃত্যু হয়েছে। গত মাসে  বলরামপুর জেলার ইটভাটায় দুজন শ্রমিক সহ ইটভাটার মালিকের দুর্ঘটনার মৃত্যু হয়।একই রকম ২০২৩   নতুন বছর শুরু হওয়ার সময়  ছত্রিশগড়ের রাজধানী রায়পুরের সিলাতারা  এলাকায়  কয়লা খোঁজার  সময় কয়লার ছাড়িয়ে স্তুপে মধ্যে দুজন মহিলার শ্রমিকের মৃত্যু হয়েছিল আর  তিনজন গুরুতর আহত হন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর