বন্ধ

ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: ইউজিসি- এর ফতোয়া, বন্ধ এম ফিলে ভর্তি

এম ফিল কোর্সে ভর্তির ব্যাপারে এবার নিষেধাজ্ঞা জারি করা হলো জাতীয় শিক্ষা নীতিতে। ইতিপূর্বে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এম ফিলে ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও বেশ কিছু বিশ্ববিদ্যালয় তা অগ্রাহ্য করে এম ফিলে ছাত্র ভর্তি করে। বুধবার ইউ জি সি একই নিষেধাজ্ঞা প্রকাশ করেছে এক্স হ্যান্ডেলে।

চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়: ব্রাত্য

এ রাজ্যের শিক্ষা দফতর কেন্দ্রের ফতোয়া অগ্রাহ্য করে বিশ্ববিদ্যালয়গুলিকে সমর্থন করছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়ে দিয়েছেন, ইউ জি সি র নির্দেশ তাঁরা মানবেন না। তাঁরা রাজ্যের শিক্ষা নীতি মেনে চলবেন ও এই ব্যাপারে বিশেষজ্ঞরা যা বলছেন সেই মতোই তাঁরা চলবেন। কিছুটা ব্যাকফুটে গিয়ে সাংবাদিকদের অবৈধ এম ফিলের ব্যাপারে ব্রাত্য জানান, পুরো বিষয়টা তিনি এখনো পড়ে দেখেননি। কেন্দ্রের নির্দেশ পুরোটা পড়ে তারপর বলতে পারবেন। শিক্ষাবিদদের মতে, ইতিপূর্বে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকরিতে ঢোকার আগেই ইন্টারভিউয়ে এম ফিল থাকলে নম্বর পাওয়া যেত। এছাড়া পি এইচ ডির কোর্স ওয়ার্কেও ছাড় মিলত। ফলে এবার থেকে এম ফিলের আর কোন মুল্য রইলো কিনা তা নিয়ে রয়ে গেলো একরাশ প্রশ্ন। ইভিএম নিউজ   

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর