ইভিএম নিউজ,২১ ফেব্রুয়ারিঃ সোমবার রাতে দাদাসাহেব ফালকে অনুষ্ঠানে মুম্বাইয়ে বসেছিল চাঁদের হাট। এসেছিলেন তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা।সেইখানেই রেড কার্পেটের ওপর দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেল কাপুর পুত্রবধূ আলিয়া ভাট এবং প্রবীণ অভিনেত্রী রেখাকে।এদিন পুরষ্কার হাতে একই সারিতে ফ্রেমবন্দি হলেন এই দুই বলিউড তারকা।
২০২২ সালে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভাট। অন্যদিকে ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান’-এর জন্য রেখাকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। এদিন এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, অনুপম খের, বরুণ ধাওয়ান, তেজস্বী প্রকাশ, দুলকার সলমন, শ্রিয়া শরণ, ঋষভ শেট্টি থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রির অন্য সব তারকারাও।
এই অনুষ্ঠানে নজরকারা লুকে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন আলিয়া ভাট এবং রেখা এমনকি দুই বলিউড সুন্দরী শাড়ি পড়ে অনুষ্ঠানে যোগ দেন। আলিয়ার পরনে ছিল একটি সাদা আইভরি রঙা নেটের শাড়ি। শাড়িটিতে সোনালি বর্ডার ও ফুলের থ্রেড এমব্রয়ডারি এবং সিকুইনের কাজ করা ছিল। এই শাড়ির সঙ্গে পড়েছিলেন ডিজাইনার হাফ হাতা, থ্রেড এমব্রয়ডারি করা ব্লাউজ। সঙ্গে ছিল নজরকারা হিরের আংটি, ও ম্যাচিং কানের দুল। অপরদিকে, রেখার পরনে ছিল বেইজ এবং সোনালি শেডের সিল্ক শাড়ি। দুজনকেই অপূর্ব সুন্দর লাগছিল। এখানেই শেষ নয় রেড কার্পেটে দাঁড়িয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে কিছু মিষ্টি মুহূর্ত একে ওপরের সঙ্গে ভাগ করে নিতেও দেখা গেছে এই দুই বলি সুন্দরীকে।