রাজীব ঘোষ, ২৩ সেপ্টেম্বর: ‘আলাপন’ প্রকৃতি-সমাজের মেলবন্ধন
প্রকৃতি ও পরিবেশের কথা এই সময়ে দাঁড়িয়ে অনেকেই ভাবার চেষ্টা করেন না। নিজের কথা ভাবার সেই দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে অবকাশ নেই। যন্ত্র-নির্ভর জীবনচর্চার মাধ্যমে মানুষের শুধুমাত্র আত্মকেন্দ্রিকতাই বেড়ে চলেছে। আর এই প্রকৃতি, পরিবেশ ও নিজেকে সঠিক ভাবনার মধ্যে দিয়ে ভাবতে ভাবতে তার গভীরে যাওয়ার উপলব্ধি নিয়ে আসার চেষ্টাকেই থিম করেছে বাগুইআটির এই পুজো কমিটি।
৬টি পরিবার মিলে ১৯৬০ সালে দুর্গাপুজোর সূচনা হয়। সময়ের সাথে সাথে জনসংখ্যা বাড়তে থাকায় সেই পুজো দক্ষিণপাড়া শিশু উদ্যান মাঠে নিয়ে যাওয়া হয়। যেখানে বর্তমান নামকরণ করা হয়েছে বীরেন গুহ মঞ্চ। প্রথমে সাবেকি পূজো থাকলেও পরবর্তীতে থিম পুজোর স্রোতে গা ভাসিয়েছে তারা।
সুরুচি সংঘের ‘থিমের ক্যাচ লাইন’ প্রকাশ
দক্ষিণপাড়া দুর্গোৎসবের এবার দুর্গাপুজোর থিম ‘আলাপন’। যার পরিকল্পনায় রয়েছেন দেবাশীষ বারুই। পুজো কমিটির কর্মকর্তাদের কথায়, আমাদের পুজোর বয়স ৬৪ বছর। এবারের থিম ‘আলাপন’। প্যান্ডেল লোহার কাঠামোয় তৈরি করা হচ্ছে। আরও চমক রয়েছে এবারের পূজায়।
থিম প্রসঙ্গে যিনি পরিকল্পনা করছেন তিনি বলেন, বর্তমান সময়ে মানুষ নিজের কথা ভাবার অবকাশই রাখেনা। প্রকৃতি, পরিবেশের কথা মনেই রাখেনা। এই থিম সাধারণত নিজে, প্রকৃতি ও পরিবেশকে চিন্তাভাবনার মধ্যে দিয়ে গভীরে নিয়ে যাওয়ার উপলব্ধি। ‘আলাপন’ এখানে ব্যক্তিকেন্দ্রিক ও আপন। মন্ডপের স্থাপত্যে শঙ্খের ভিতরের যে প্যাঁচ রয়েছে সেই গঠনগত চরিত্রকে কাজে লাগানো হয়েছে। যারা এই মন্ডপে দুর্গাপ্রতিমা দর্শন করতে আসবেন, তারা নিজের সমাজ, প্রকৃতি ও পরিবেশের কথা এই ‘আলাপন’ থেকেই গভীরভাবে গ্রহণ করতে পারবেন। ইভিএম নিউজ