ব্যুরো নিউজ, ৩০ জানুয়ারি: আমাদের নীতীশকে দরকার নেই: রাহুল

https://twitter.com/ANI?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1752279658429919367%7Ctwgr%5Ebc0057762f9aff8f58ebafd826f787c774c7fdba%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fnation%2Frahul-gandhi-reaction-on-nitish-kumar-quitting-india-alliance%2Farticleshow%2F107262730.cms

রবিবার পলিটিক্সে চূড়ান্ত ক্লাইম্যাক্স শেষ হয়েছে। ফের বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন নীতীশ কুমার। রবিবার তিনি মহাজোট  ছেড়ে ফের একবার NDA-তে ফিরেছেন। রাজনীতিতে তাঁর এই ডিগবাজির পরই ভারত জোড়ো যাত্রা নিয়ে বিহারে পৌঁছন রাহুল। তবে এই বিষয়ে রাহুল গান্ধী প্রথমে কিছু বলতে নারাজ থাকলেও, অবশেষে ৪৮ ঘণ্টা পর নীতীশ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। মঙ্গলবার রাহুল মন্তব্য করেন, ‘একটু চাপ পড়তেই একজন পালটি মেরে ফেললেন’। বর্তমানে বিহারে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে। সেখানেই তিনি নীতীশ কুমার প্রসঙ্গে এই মন্তব্য করেন।

ফের কাজে ফিরছেন উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকেরা

রাহুল আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রথমে রাজভবনে শপথ নিলেন। তারপর সেখানে থেকে বেরিয়ে তিনি তাঁর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলেন। মাঝ রাস্তায় তাঁর মনে হল, তিনি রাজভবনে নিজের শাল ফেলে এসেছেন। তিনি ড্রাইভারকে বলে গাড়ি ঘুরিয়ে তাঁর শাল নিতে ফের রাজভবনে পৌঁছলেন। তাঁকে তখন সেখানে দেখে রাজ্যপাল প্রশ্ন করলেন, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন’?

নীতীশকে নিয়ে রাহুল এরপর বলেন, ‘জানেন নীতীশ কুমার কেন ফেঁসে গেলেন? আমি ওকে সোজাসুজি বলেছিলাম, বিহারে জাতিভিত্তিক জনগণনা করতেই হবে আপনাকে। আরজেডি- র সঙ্গে মিলে আমরা তাঁকে এই সার্ভে করানোর উপর জোর দিয়েছিলাম। আর এতেই ভয় পেয়ে যায় বিজেপি। কারণ, ওরা চায় না দেশে জাতিভিত্তিক জনগণনা হোক। নীতীশজি এইভাবেই ফেঁসে গেলেন। আমাদের গঠবন্ধনের অন্যতম মূল উদ্দেশ্য মানুষকে সামাজিক অধিকার ফিরিয়ে দেওয়া। এই কর্তব্য পালনে আমরা কখনও পিছপা হব না। আমাদের নীতীশকে দরকার নেই’। তিনি আরও বলেন, বিশ্বাস করুন এখানে নীতীশ কুমারের দরকার পড়বে না। কংগ্রেসের কাছে নীতীশ কুমার একজন ‘রাজনৈতিক গিরগিটি’ ছাড়া কিছুই নয়। জয়রাম রমেশ কটাক্ষ করে বলেন, ‘নীতীশ কুমারের কাণ্ডে গিরগিটিও লজ্জা পাবে’। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর