অরুপ পালঃ আই লিগের ম্যাচে ফের হার মহমেডান স্পোটিং ক্লাবের। আগের ম্যাচে ট্রাউ এফ সির বিরুদ্ধে ড্র করলেও মঙ্গলবার তারা হারলো চার্চিল ব্রাদার্সের কাছে। কিশোর ভারতী স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্স জয় পেল দুই এক গোলে। ম্যাচের শুরুতে চার্চিল ব্রাদার্সের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মহমেডান ফুটবলার সেখ ফৈয়াজ। চার্চিল ব্রাদার্স কে গোল করে এগিয়ে দেন সারিফা মহন্মদ।ম্যাচের বয়স তখন বিয়াল্লিশ মিনিট। নব্বই মিনিটে ব্যবধান বাড়ান সানি। ম্যাচের সংযুক্তি সময়ে সাদা কালো শিবিরের হয়ে আবিওলা দাউদা  গোল করলেও দলের হার বাঁচাতে পারেননি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর