ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: আধার কার্ডের বায়োমেট্রিকের মাধ্যমে প্রতারণার অভিযোগের পাহাড় | কী ব্যবস্থাপনা গ্রহণ করছে কলকাতা পুলিশ?
লক্ষাধিক টাকা প্রতারণা | সর্বস্বান্ত কৃষক পরিবার
শহরে ফের প্রতারণার ছক! টেলিগ্রামে প্রতারণা!
আধার কার্ডে বায়োমেট্রিকের মাধ্যমে দীর্ঘ দিন ধরে ভুরি ভিরি প্রতারণার অভিযোগ জমা পড়েছে। কখনও বা কাউকে কাউকে মাশুল দিতে হয়েছে লক্ষাধিক টাকা। কেউ বা সর্বস্ব খুইয়ে হয়েছেন সর্বস্বান্ত। এবার আধার কার্ডের মাধ্যমে প্রতারণা এড়াতে ব্যবস্থাপনা গ্রহণ করছে কলকাতা পুলিশ। এই বিষয়ে জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, এম আধার অ্যাপলিকেশন (mAadhaar app) ডাউনলোড করে বায়োমেট্রিক প্রসেসকে লক করতে হবে। প্রতারণা এড়াতে এটাই সবথেকে কার্যকর মাধ্যম। পাশাপাশি যদি কোনও মানুষ প্রতারণার শিকার হন, তবে যেনও সেই ব্যাক্তি যত শীঘ্র সম্ভব অভিযোগ দায়ের করেন। ইভিএম নিউজ