ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফ্রেব্রুয়ারিঃ রেলযাত্রায় বড়সড় বদল আনলো, ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি। যেসব যাত্রীর আধার নম্বরের সঙ্গে তাঁদের ফোন নম্বর যুক্ত করা নেই, এবার থেকে তাঁরা মাসে ১২ টির বেশি টিকিট কাটতে পারবে না। আর যাঁদের আধার কার্ডের সঙ্গে ফোননম্বর যুক্ত করা আছে তাঁরা মাসে ২৪ টি পর্যন্ত টিকিট কাটতে পারবে। যাত্রীরা তাঁদের আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করে আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে, এবার নিজেরাই এই সুবিধাগুলি গ্রহণ নিতে পারবেন বলে, ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। সাধারণ টিকিট বুকিং থেকে দূরপাল্লার টিকিটের অগ্রিম বুকিং— যাবতীয় পরিষেবাতেই এবার থেকে এই নতুন নিয়ম বলবৎ হল।
সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে রেল যোগাযোগের একটি অপরিহার্য মাধ্যম এই ভারতীয় রেল ব্যবস্থা। শুধু লোকাল ট্রেনই নয়, দূরপাল্লার ট্রেনও মানুষের জন্য আরামদায়ক একটি পরিবহন। যাতায়াতে খরচও বিমানের চেয়ে অনেক সস্তা। কিন্তু মাঝেমাঝেই ট্রেনে যাত্রা নিয়ে নানা প্রতারণার ঘটনা ঘটে। আর সেই প্রতারণা রুখতে, বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যাত্রীদের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের ব্যবস্থা চালু করা হয়েছে। আইআরসিটিসির অ্যাকাউন্টে লগ ইন করে নিজেদের আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে, এই যাবতীয় সুবিধে নিতে পারেন যাত্রীরা। কিন্তু তারপরেও ঘটে প্রতারণা। যার অন্যতম হল, ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে আগে থেকেই টিকিট বুকিং করে, প্রকৃত ভ্রমণকারীদের বাধা সৃষ্টি করা। এর ফলে প্রয়োজনের সময় টিকিট না পেয়ে অনেক সময়ই দালালদের কাছে থেকে চড়া দামে ভুয়ো টিকিট কিনতে বাধ্য হন যাত্রীরা। সেই প্রতারণার জাল ছিঁড়তেই এবার আধার নম্বরের সঙ্গে ফোন নম্বর যুক্ত থাকার নিরিখে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দিল আইআরসিটিসি। নতুন এই নিয়মে যাত্রীদের চল্লিশ সেকেন্ডের মধ্যে নিজের সম্পূর্ণ নাম আর পদবী লিখতে হবে বলে জানা গেছে। এতে ভুয়ো অ্যাকাউন্টে টিকিটের চাহিদা বৃদ্ধি করার মতো বেআইনি ঘটনা কমবে বলেই আশা করছে ভারতীয় রেল।
![রাজনৈতিক ছবিতে আর অভিনয় নয়, কঙ্গনার বড় সিদ্ধান্ত](https://newsevm.com/wp-content/uploads/2025/01/Untitled-design734-150x150.png)