নিঃশর্ত

ব্যুরো নিউজ, ৮ জানুয়ারি: আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটের পর তা নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে।

মিড-ডে মিলের চালে ভর্তি পোকা, সেই চাল দিয়েই রান্না…

ভোট পর্ব মিটতেই আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সঠিকভাবে হয়নি। আদালতের নির্দেশ থাকার পরও রাজ্য নির্বাচন কমিশন কেন কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহার করল না, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। ঘটনায় আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজীব সিনহার বিরুদ্ধে। ভোট মিটে যাওয়ার ৬ মাস পর এবার নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা।

সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে হলফনামা জমা দেন রাজীব সিনহা। সেখানেই ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। যদিও রাজীব সিনহা ওই হলফনামায় দাবি করেছেন, আদালতের সব নির্দেশ মেনেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

সোমবার হলফনামা জমা পড়ার পর আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, “আদালতের সব নির্দেশ মেনেছি, কিছু ভুল হয়নি, যা হয়েছে তা অনিচ্ছাকৃত… আদালত অবমাননা হয়নি। এই সব লিখেছেন তো?” উত্তরে আইনজীবী জানিয়েছেন, কোনও ভুল হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে।

রাজীব সিনহার হলফনামায় উল্লেখ করা হয়েছে, আদালতের সব নির্দেশ মেনে ভোট প্রক্রিয়া হয়েছে। তারপরও যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর