আড়াই

ব্যুরো নিউজ, ২২ ডিসেম্বর: আড়াই বছরেই খুদের ঝুলিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 

আড়াই বছরেই ছিনিয়ে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সম্মান। সেই ছোট্ট খুদের নাম আদিল রহমান। মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে মা বাবার সঙ্গে থাকে ছোট্ট আদিল।

সাতসকালে নবান্নে ধুন্ধুমার  | DA আন্দোলনকারীদের বসতে দিচ্ছেনা পুলিশ!

বিভিন্ন জীবজন্তুর নাম, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের নাম, ইংরাজি মাসের নাম, জাতীয় প্রতীক ও বাংলায় বেশ কিছু কবিতা আবৃতি-সহ বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর সম্মান পেল আদিল। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস -এর পক্ষ থেকে তাকে মেডেল, মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে।

আদিলের বাবা-মা জানিয়েছেন নভেম্বর মাসের শেষ দিকে অনলাইনে ওই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্তানকে। বিভিন্ন বিষয়ে যথাযথ উত্তর দেওয়ার পর তাকে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয়। এবং তার সার্টিফিকেট, মেডেল ও উপহার পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ার এর মাধ্যমে। ছোট্ট আদিলের এত্ত বড় কৃতিত্বে খুশি তার মা-বাবা-সহ সকলেই। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর