“মোগাম্বো খুশ হুয়া” খ্যাত অভিনেতার মৃত্যু বার্ষিকী। বলিউডের সর্বকালের সেরা ভিলেন তিনি। তাঁর প্রত্যেকটি ডায়লগ যেন আজও সিনেমাপ্রেমীদের কানে বাজে। তিনি আর কেউ নন , সকলের অত্যন্ত প্রিয় অমরেশ পুরী। সাতের দশক থেকে একজন কঠোর মনোভাবের খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। পর্দার এমন দৃশ্যে দর্শকদের কাছে ঘৃণার পাত্র হলেও দিনের শেষে তাঁর দুরন্ত অভিনয় আজও বহু চর্চিত। শুধুই বলিউড নয়, হলিউডেও তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। হলিউডে তাঁর অভিনীত বিখ্যাত কয়েকটি সিনেমা যা আজও ভোলা যায় না । সেগুলি হল, ১৯৮২ সালের রিচার্ড অ্যাটেনবরো , গান্ধী , ১৯৮৪ সালের স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম। অমরেশ পুরির খ্যাতির আসল চাবিকাঠিই হল তাঁর কণ্ঠস্বর। তাঁর সেই গমগমে ব্যারিটোন আওয়াজ আর স্ক্রিন অ্যাপিয়ারেন্স দিয়েই দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু হয় ২০০৫ সালের ১২ জানুয়ারি। কিন্তু তাঁর অভিনয় দক্ষতার জন্য সিনেমা প্রেমীদের কাছে এটা শুধুই যেন একটা তারিখ। তিনি ৩৮ বছরের কেরিয়ারে মোট ৪৫০ ছবিতে অভিনয় করে রেকর্ড করেন। এই কিংবদন্তির বিশেষ কিছু সংলাপ হল, “ মোগাম্বো খুশ হুয়া” , “যা সিমরান যা, জি লে আপনি জিন্দেগি” , “আও কাভি হাভেলি পে” , “ইতনে টুকরে কারুঙ্গা কি তু পেহচানা নেহি যায়েগা” প্রভৃতি।
