শীতের রাতে একতলার ঘরে লেপের নিচে আরামে ঘুমিয়েছিল গোটা পরিবার। কিন্তু মধ্যরাতে হঠাৎই চেঁচামেচিতে সকলের ঘুম ভেঙে গেল। ব্যাপারটা কি? সেটা বুঝতে ভুল করে ঘরের বাইরে বেরিয়ে আসতেই প্রতিবেশীদের চিৎকার শুনে নজর পড়ল দোতলার দিকে । দোতলার একটি ঘর থেকে তখন দাউদাউ করে ছিটকে বেরিয়ে আসছে আগুন আর ধোয়ার কুণ্ডলী।নদিয়ার শান্তিপুর পুরসভা এলাকাযর শান্তিগর একনম্বর কলোনিতে শনিবার মধ্য রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটা ঘর। পুড়ে ছাই হয়ে গেল বিপুল সংখ্যক দামি শাড়ি সহ অন্তত 5 লক্ষ টাকার জিনিস।

বিকাশ বিশ্বাস নামে জনৈক শাড়ি ব্যাবসায়ীর বাড়িতে শনিবার মধ্য রাতে অগুন লাগে। বাড়ির দোতলার একটি ঘরে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। তখন বিকাশ বাবু ও তার পরিবারের সকলে নিচের ঘরে ঘুমাচ্ছিলেন। প্রতিবেশীদের চিৎকার চেচামেচিতে তাদের ঘুম ভেঙে যায়। তারা দেখেন আগুনে পুড়ে যাচ্ছে ঘরের সবকিছু। চার থেকে পাঁচ লক্ষ টাকার শাড়ি ছিল ওই ঘরে । যা মজুত করে রাখা ছিল ব্যবসার জন্য।

পরিবার সহ প্রতিবেশীরা প্রাথমিক ভাবে অগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকল অফিসে খবর দেন। দমকল এসে বেশ খানিক্ষণের চেষ্টায় অগুন নিয়ন্ত্রণে আনে।পরিবারের পক্ষ থেকে ইলেক্ট্রিক শর্ট সার্কিটের ফলে আগুনে লেগেছে বলে দাবি করা হলেও পুরো ঘটনাটি শান্তিপুর থানায় লিখিত ভাবে জানানো হয়। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন ।তদন্তও শুরু হয়েছে।

কোভিড এর সময় প্রায় বছর দু এক ব্যাবসায় খুবই মন্দা ছিল।এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিলো। ঠিক সেই সময় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল।
ফলে খুবই হতাশ হয়ে পড়েছেন ওই ব্যাবসায়ী ও তার পরিবার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর