আই লিগে

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: আই লিগে শীর্ষে মহামেডান

শ্রী নিধি ডে কানকে ২-১ গোলে হারিয়ে আই লিগে শীর্ষ স্থানে উঠলো মহামেডান স্পোর্টিং। এই লিগের ১ নম্বর স্থানে থাকা শ্রী নিধিকে পরাজিত করায় উল্লাস মহামেডান সমর্থকদের। রবিবার ওই ম্যাচে জেতার ফলে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ১ নম্বরে উঠলো মহামেডান।

যুব সমাজকে মাঠমুখী করার উদ্দেশ্যে আয়োজিত ফুটবল ম্যাচ

খেলায় প্রথম গোল করেন মহামেডানের উজবেকিস্তানের খেলোয়াড় মির্জালল কাসিমভ। নির্বাসনে থাকা কাসিমভ রবিবার ময়দানে ফিরেই তিনি একক দক্ষতায় শ্রী নিধির জালে বল জড়ান। ডি বক্সের ঠিক বাইরে থেকে তাঁর নেওয়া দুরন্ত শট ঝাঁপিয়ে পরেও বাঁচাতে পারেনি শ্রী নিধির গোলকিপার। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে পেনাল্টি বক্সের ডানদিকে বল বাড়ান লালরেমসাঙ্গা, জুই ডিকাকে। তিনি ঠিকানা লিখে রাখা ক্রস পাঠান বক্সের মধ্যে। সেখানেই হেডে ব্যাবধান বাড়ান। হন্ডুরাসে এডি হারনান্দেস। ফলে ২-০ এগিয়ে যায় মহামেডান।

তবে ৮০ মিনিটের মাথায় মহামেডানের গোলে বল জড়িয়ে দেন ব্রাজিলিওন স্ট্রাইকার উইলিয়াম আলভেজ। পেনাল্টি থেকে ওই গোল করেন তিনি। লালবিয়াকানাকে মহামেডান বক্সের মধ্যেই ফেলে দেন ইরশাদ। রেফারির দেওয়া পেনাল্টিতেই ফল দাড়ায় ২-১। খেলা শেষে ঝমেলা শুরু হয় দুই দলের কোচের মধ্যে। তবে তা নিয়ন্ত্রনের বাইরে যায়নি। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর