অরূপ পাল, ইভিএম নিউজ,১ লা মার্চঃ  আই লিগ টুর্নামেন্টে ফের হার মহমেডান স্পোটিং ক্লাবের। লিগ টেবিলে শীর্ষে থাকা শ্রীনিধী ডেকান ক্লাবকে শেষ ম্যাচে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছিল মহমেডান। কিন্তু মঙ্গলবার ফের হারের মুখ দেখতে হল সাদা-কালো শিবিরকে।

গতকাল কিশোর ভারতী স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেড এফ সি র কাছে শূন্য এক গোলে হার মহমেডানের ।ম্যাচের বয়স যখন মাত্র নয় মিনিট তখন রাজস্থানের হয়ে  জয়সূচক গোলটি করেন জাকিরভ। দ্বিতীয়ার্ধে মহমেডানের খেলায় দাপট থাকলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হন সাদা-কালো ফুটবলাররা।

আই লিগে এই জয়ের সুবাদে রাজস্থান ইউনাইটেড এফসি কুড়ি ম্যাচে পঁচিশ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে সপ্তম স্থানে উঠে এল।আর এই হারের পর সমসংখ্যক ম্যাচে তেইশ পয়েন্ট সংগ্রহ করে মহমেডানের স্থান অষ্টম।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর