ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে ভারত। সেই সিরিজেরই দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দু’ভাগে দল ঘোষণা করা হয়েছে। প্রথম দু’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। তৃতীয় ম্যাচে দায়িত্ব ফিরে পাবেন রোহিত শর্মা। অজিত আগরকর যখন প্রথম দুই ম্যাচের দল জানালেন, সেই দেও রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা-সহ একাধিক ক্রিকেটারের নাম নেই। তৃতীয় ম্যাচ থেকে প্রত্যেকে ফিরছেন। মনে করা হচ্ছে এশিয়া কাপে যাঁরা টানা ক্রিকেট খেলেছেন, তাঁদের কয়েক জনকে প্রথম দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আবার বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন, সেই জন্য তৃতীয় ম্যাচে খেলানোর ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি রুতুরাজ এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক। তাঁকে এশিয়ান গেমসের আগে প্রস্তুতির সুযোগ করে দিতেই প্রথম দু’টি ম্যাচে খেলানো হতে পারে বলে খবর। এশিয়ান গেমস টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।
তবে এশিয়া কাপে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচেই দলে রয়েছেন শুভমন গিল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজেরা। ইভিএম নিউজ