রাজীব ঘোষ, ১৭ সেপ্টেম্বর: অল্প সময়েও মিলবে মোটা অঙ্কের টাকা | জমা দিন এই ব্যাঙ্কে
রেশন দোকানেই ব্যাঙ্ক! টাকা জমা-তোলা থেকে আর কী কী করা যাবে?
রোজগার করেন অথচ টাকা সঞ্চয় করতে চান না, এরকম মানুষ দেশে খুঁজে পাওয়া মুশকিল। আর ভবিষ্যতের দিকে নজর দিয়ে রোজগারের থেকে একটা অংশ নিয়মিত সঞ্চয় করে যেতেই হয়। যাতে আগামী দিনে জীবন প্রতিপালন করা অন্ততপক্ষে একটু হলেও সহজ হয়। টাকার অভাব যাতে চরম সমস্যা তৈরি করে না দিতে পারে। আর সেই দিকে লক্ষ্য রেখেই মানুষ ব্যাঙ্ক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করতে শুরু করেন। তবে সকলেই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, এরকমটা হয় নয়। অনেকের প্রয়োজন থাকে কোনও স্বল্পমেয়াদী বিনিয়োগ করেও যাতে একটা ভালো অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যায়। আর সেই দিকে লক্ষ্য দেখেই দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Bank Deposit Scheme) গ্রাহকদের জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দুই মেয়াদে বিভিন্ন ধরনের বিনিয়োগ স্কিম রয়েছে।
অ্যাকাউন্ট খুললেই মালামাল! ঘোষণা ব্যাঙ্কের
যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট (FD) এর দিকে লক্ষ্য দেওয়া যায় দেখা যাবে, ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের এফডিতে বর্তমানে ৫.৪০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। সেখানে সিনিয়র সিটিজেনরা সুদ পাচ্ছেন ৬.২০ শতাংশ। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় স্কিম হলো SBI-এর রেকারিং ডিপোজিট (SBI Recurring Deposit) SBI RD Scheme-এ মাত্র ১০০ টাকা বিনিয়োগ দিয়েও শুরু করতে পারেন। আর মেয়াদ পূর্তির পরে এক্ষেত্রে একটা ভালো সুদ পাওয়া যায়।
যে কেউ SBI এর এই RD অ্যাকাউন্টে বিনিয়োগ শুরু করতে পারেন। সে ক্ষেত্রে ২ কোটি টাকার কম রেকারিং ডিপোজিটে ৫ থেকে ৫.৪০ শতাংশ সুদ দেওয়া হয়। আর সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ বেশি সুদ পান। এই আরডির মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর। আবার ১ বছর থেকে ১ বছর ৩৬৪ দিন মেয়াদের RD অ্যাকাউন্টে এসবিআই ৫% সুদ দিচ্ছে। সেখানে সিনিয়র সিটিজেনরা ৫.৫০ শতাংশ সুদ পাচ্ছেন।
কম টাকার লোন দিচ্ছে না ব্যাঙ্ক? পাবেন পোষ্ট অফিসে
২ বছর থেকে ২ বছর ৩৬৪ দিন মেয়াদের RD-তে ৫.১০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ বেশি সুদ পাচ্ছেন।
আবার ৩ বছর থেকে ৪ বছর ৩৬৪ দিন মেয়াদের RD-তে ৫.৩০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। একইভাবে ০.৫০ শতাংশ সুদ বেশি পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা। RD অ্যাকাউন্ট ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত খোলা যেতে পারে। RD অ্যাকাউন্টে নমিনি করার সুবিধা রয়েছে। RD-তে জমা টাকার উপর ব্যালেন্সের ৯০ শতাংশ লোন পাওয়া যায়। তবে নিয়ম করে প্রতি মাসে কিস্তির টাকা জমা দিতে হবে। তা না হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জরিমানা হতে পারে। ইভিএম নিউজ