অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে যাওয়ার পরদিনই ৩০০ জন তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে

সামু দাস, ১০ এপ্রিলঃ অভিষেক ব্যানার্জি জনসভা করলেন। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলের নেতাকর্মীরা দলে দলে বিজেপিতে যোগ দিলেন। এই ঘটনা কালচিনি ব্লকের চুয়াপাড়ার । সেখানেই বিজেপির যোগদান কর্মসূচি ছিল এদিন। মঞ্চে তখন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, মাদারিহাট এর বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও, কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা, আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক প্রমূখ। অর্থাৎ হেভিওয়েট সভা।

অভিষেক ব্যানার্জীর সভার পরের দিনেই এই ঘটনা, যাতে উল্লসিত স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিষেক দায়িত্বজ্ঞানহীন ও পরস্পর বিরোধী কথা বলেছেন, এই ভাবেই তাকে বিঁধছেন বিজেপি নেতারা। তৃণমূল মিথ্যাচার করে, তৃণমূল পরিচালিত সরকার থাকলে উন্নয়ন হবে না – এই অভিযোগও করা হলো বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতারা আরো বললেন দুর্নীতির কারণে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন মানুষ। আগামী দিনে তৃণমূল এখান থেকে কোন আসনই পাবে না- এরকমই মত তাদের এদিন কালচিনির চুয়াপাড়ার পঞ্চায়েত সমিতির সদস্য রামবাবু শাহ সহ প্রায় ৩০০ জন তৃণমূল নেতা- কর্মী- সমর্থক দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার পরদিনই এইরকম গনো দলত্যাগের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল শিবির। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর