ব্যুরো নিউজ, ৪ অক্টোবর: অবৈধ সম্পর্কের জেরে যুবককে কুপিয়ে ‘খুন’
অবৈধ সম্পর্কের জের! এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য নদীয়ার নাকাশীপাড়া থানার ষষ্ঠিতলা এলাকায়।
মৃত ওই যুবকের নাম বিমল সরকার। গতকাল গভীর রাতে বিমল তার দাদাকে ফোন করে। তবে ফোনে স্পষ্ট কিছু জানাতে পারেনি। তার দাদা প্রাথমিকভাবে ভেবেছিল যেহেতু ষষ্ঠিতলা এলাকায় রাস্তার পাশে অনেক আমবাগান রয়েছে সেই কারণে কোনও কিছু দেখে ভয় পেয়েছে। এর পরে সন্দেহ হওয়ায় কয়েকজনকে নিয়ে ছুটে যায় ওই এলাকায়। গিয়ে দেখে বাঁশ বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিমল।
এরপর তাকে উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শক্তিনগর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশীপাড়া থানার পুলিশ। অন্যদিকে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনার পিছনে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার কারণ হিসেবে স্পষ্ট কিছু না জানাতে পারলেও এলাকা সূত্রের খবর ওই যুবক অবৈধ প্রেমের সম্পর্কে জরিয়ে পড়েছিল। এই ঘটনার জেরে এর আগেও বেশ কয়েকবার ঝামেলা হয়। প্রাথমিক অনুমান সেই ঝামেলার জেরে ওই যুবক খুন করা হয়েছে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইভিএম নিউজ