অবাককাণ্ড

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: অবাককাণ্ড! কল আছে নেই জল 

প্রতিটি বাড়িতে জলের নল আছে, কলও আছে, নেই শুধু জল। পানীয় জল থেকে বঞ্চিত কয়েকশো পরিবার।

নৃশংসভাবে পশু হত্যার ঘটনায় চাঞ্চল্য 

বাড়ি বাড়ি পৌঁছে গেছে বানরহাট পি এইচ ইর পানীয় জলের লাইন, প্রায় ৩ মাস আগে শালবাড়ি ভান্ডানী এলাকায় সম্পন্ন হয়েছে জলের ট্যাঙ্ক তৈরির কাজ। এরপরেও ঠিক মতোন মিলছেনা পানীয় জলের পরিষেবা।

স্থানীয়দের অভিযোগ, ৩ বেলা তো অনেক দুর, দিনে মাত্র একবার জল আসে। তাও আবার অনিয়মিত। এই বিষয়ে মন্ত্রী বুলুচিক বড়াইক সরব হলেও, প্রশাসনের কোনও হেলদোল নেই বলেই অভিযোগ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর