ইভিএম নিউজ ব্যুরোঃ অবশেষে আই এস এল টুর্নামেন্টে জয়ের সরণিতে ফিরল ইমামী ইস্টবেঙ্গল। শেষ চারটি ম্যাচে হারের পর জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হারাল কেরালা ব্লাস্টারসকে। ঘরের মাঠে প্রথম পর্বের হারের বদলা নিল স্টিফেন কনস্ট্যানটাইনের দলের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকে প্রাধান্য ছিল লাল হলুদ ফুটবলারদের। সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জয় পেতে পারত তারা। প্রথমার্ধে কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ম্যাচের সাতাত্তর মিনিটে জয়সূচক গোলটি করেন ক্লিনটন সিলভা। জয়সূচক গোলটি করলেও আরও দুটি সহজ সুযোগ নষ্ট করেন ক্লিনটন। দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন মুবাসি। ষোলো ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহ ষোলো পয়েন্ট। কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বিদেশি ফুটবলার জ্যাক জার্ভিস। প্রথম দিন লাল হলুদ জার্সি গায়ে মাঠে নেমে নজর কাড়েন বৃটিশ ফুটবলার জার্ভিস।
